amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৯ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জুয়ার আসর থেকে ছাত্রলীগ নেতাসহ আটক ৯

প্রতিনিধি, মুক্তকণ্ঠ::
অক্টোবর ৯, ২০২৩ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের কালাইয়ে জুয়া খেলার সময় ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়কসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার মাত্রাই ইউনিয়নের মদনাহার গ্রামে ছাত্রলীগ নেতার পুকুর পাড়ের একটি টিনের ঘরে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আতিকুর রহমান (৩২), একই ইউনিয়নের মাত্রাই গ্রামের হেলাল উদ্দিন (২৮), মাসুদ রানা (২৫), রিফাত হোসেন (১৮), শওকত হাবীব (৩০), আতিকুর রহমান আতিক (৩০), বায়েজিদ (২০) ও মদনাহার গ্রামের সবুজ সরকার।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, উপজেলার মাত্রাই ইউনিয়নের মদনাহার গ্রামের একটি পুকুর পাড়ে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলছিল। সোমবার দুপুরেও জুয়ার আসর বসানো হয়। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে পুলিশ।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি ওয়াসিম আল বারী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।