সম্মানিত সাংবাদিকবৃন্দ,প্রিয় ফটিকছড়ির সচেতন নাগরিকবৃন্দ,আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা।
আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম উওর জেলার দায়িত্বশীল এবং ফটিকছড়ি উপজেলার সচেতন নাগরিক হিসেবে আজ আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের বক্তব্য তুলে ধরতে এসেছি।
সম্প্রতি, ফটিকছড়ি উপজেলায় সমাজসেবা কার্যালয় কর্তৃক কিছু আহত ব্যক্তিকে মানবিক বিবেচনায় এককালীন চেক হস্তান্তর করা হয়েছে। এই ঘটনা কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর মন্তব্য, অপপ্রচার এবং ভিত্তিহীন সমালোচনা লক্ষ্য করা যাচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং আমাদের শিক্ষার্থী সমাজের অনুভূতিতে আঘাত হেনেছে।
আমরা পরিষ্কারভাবে জানাতে চাই—
১. এই চেক হস্তান্তর ছিল একান্ত মানবিক সহায়তার অংশ, যার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা ব্যক্তিস্বার্থ নেই।
২. আহতদের পাশে দাঁড়ানো একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব, যা আমাদের মানবিক মূল্যবোধেরই প্রতিফলন।
৩. যারা এই বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন, তারা মূলত একটি ইতিবাচক উদ্যোগকে বিতর্কিত করার অপচেষ্টা করছেন। এটি শুধু আমাদের নয়, গোটা সমাজের জন্যই ক্ষতিকর।
আমরা, সাধারণ শিক্ষার্থীরা, এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দৃঢ়ভাবে জানাতে চাই—
আমরা গুজব, অপপ্রচার এবং বিভ্রান্তির বিরুদ্ধে।
আমরা চাই ইতিবাচক ও গঠনমূলক আলোচনার পরিবেশ গড়ে উঠুক।
আমরা অনুরোধ জানাচ্ছি, বিভ্রান্তিমূলক পোস্ট বা মন্তব্য করা থেকে বিরত থাকুন এবং প্রকৃত ঘটনা সম্পর্কে জেনে তবেই মতামত দিন।
আজকের এই বিবৃতির মাধ্যমে সোশ্যাল মিডিয়া যে প্রশ্নগুলো উঠে এসেছে তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম উওর জেলার দায়িত্বশীল হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করছি…
(১) ফটিকছড়ি সমাজসেবা কার্যালয় কর্তৃক যেই ১১ জন আহত ব্যক্তিকে আর্থিক অনুদান দেয়া হয়েছে তারা ফটিকছড়ি’তে আন্দোলন করে আহত হয় নাই! আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন ফটিকছড়ি উপজেলার মধ্যে সীমাবদ্ধ ছিলনা তেমন আন্দোলনকারীদের অংশগ্রহণ ও ফটিকছড়ি উপজেলার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, যেই ১১ জম আহত ব্যক্তিকে অনুদান দেওয়া হয়েছে তারা বিভিন্ন বিভাগে, বিভিন্ন জেলায় আন্দোলনে সম্মুখ সারীতে থেকে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে যা আমাদের ফটিকছড়িবাসীর জন্য গর্বের বিষয় এবং তারা আমাদের ফটিকছড়ি’র সূর্যসন্তান।
(২) সমাজসেবা কার্যালয় কর্তৃক ১১ জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে তা ব্যক্তিগত তৈরি করা তালিকা না, এই তালিকা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত তালিকা যা আজকে থেকে ১০ মাস আগে প্রকাশ করা হয়েছে। এই তালিকায় আহতদের স্থায়ী-ঠিকানার বিষয় নিয়ে বলতে চাই এটি তথ্য প্রযুক্তির সাময়িক সমস্যার কারণে হয়েছে। ১১ জনের স্থায়ী- ঠিকানা শুধু ভুজপুর ফটিকছড়ির মধ্যে সীমাবদ্ধ নয় বরং ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে একেকজনের স্থায়ী ঠিকানা তাছাড়া এই বিষয়টি আপনারা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত আহতদের তালিকা দেখলে বুঝতে পারবেন।
(৩) তালিকায় ভুয়া আহত সংযুক্ত হওয়ার বিষয়’টি আমরা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ – সহ লিখিত কোনো অভিযোগ পাই নাই! তথ্য প্রমাণ দিয়ে যদি সহযোগিতা করেন তাহলে সিভিল সার্জন মহোদয়ের মাধ্যমে সুনির্দিষ্ট অভিযোগ থাকা ব্যক্তিকে মন্ত্রণালয়ের আহতদের তালিকা থেকে বাদ দেওয়া হবে।
সবশেষে, আমরা প্রশাসন ও স্থানীয় গণমাধ্যমের প্রতি আহ্বান জানাই, যাতে এই ধরনের মানবিক কাজের সঠিক মূল্যায়ন হয় এবং গুজব বা অপপ্রচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।
আমাদের এই উদ্যোগ সমাজের শান্তি, ঐক্য ও মানবিক মূল্যবোধ এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানের অস্তিত্ব রক্ষার লক্ষ্যে একটি সম্মিলিত কণ্ঠ।
সবাইকে ধন্যবাদ।
এ বিবৃতি দেন:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম উওর জেলার যুগ্ন আহ্বায়ক – মোহাম্মদ মুজিবুর রহমান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম উওর জেলার সংগঠক – আকিব হাসান মাহি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম উওর জেলার সদস্য :- মোহাম্মদ কামরুল হাসান।
এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব-রত অনেক নেতৃবৃন্দ।