amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জেএসএস কেন্দ্রীয় সভাপতির সাথে সংস্থার শীর্ষ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের সাথে সাবেক মহাসচিব ও বর্তমান সহ-সভাপতি এবং জাতীয় অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আবুল বাশার মজুমদার সংস্থার শীর্ষ নেতৃবৃন্দের নিয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত ১৫ই সেপ্টেম্বর রোজ শুক্রবার সন্ধ্যায় ৩২ মায়াকানন সংস্থার কেন্দ্রীয় কার্যালয় উক্ত সভা অনুষ্ঠিত হয়ে।

এসময় উপস্থিত ছিলেন, সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মমিনুল রশীদ শাহিন, যুগ্ম-মহাসচিব আব্দুল মজিদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগের সাধারন সম্পাদক মোঃ আনিছুর রহমান প্রধান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোঃ শাহ-আলম স্বপন, সাধারণ সম্পাদক মোঃ আহম্মেদ আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, কেন্দ্রীয় সহ-দপ্তর সচিব মোঃ রাব্বী মোল্লা, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতা ও সংস্থার ঢাকা মহানগর কমিটির সাবেক আহবায়ক এবং দুই দুই বারের ঢাকা মহানগর কমিটির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ রাসেল সরকার।

আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সদস্য মোঃ আনোয়ারুল হক, কেন্দ্রীয় নেতা মোঃ মহসীন হোসেন সজীব, মোঃ রাসেল ইসলাম জীবন, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজ খান, প্রচার সম্পাদক পাভেল খন্দকার রাফি ও সদস্য মোঃ মমিন মিয়া সহ অন্য অন্য শীর্ষ নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।