ঈদগাঁও ইউনিয়নের মধ্যম ভোমরিয়া ঘোনায় প্রতিপক্ষের লোকজন শাহাআলম (প্রকাশ) সোনা মিয়া নামে এক ব্যক্তির ভিটে জমি জোর পূর্বক দখলের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দখলে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন হত্যার হুমকি দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে মধ্যম ভোমরিয়া ঘোনার এলাকায় এ ঘটনা ঘটে।
জমির মালিক শাহাআলম (প্রকাশ) সোনা মিয়া প্রবাস থেকে জানান, ভোরে মধ্যম ভোমরিয়া এলাকায় ১০ শতক ভিটে জমি পূর্ব সূত্ররেপ্রাপ্ত হয়, দীর্ঘদিন ধরে ভোগ দখল করে শান্তিপূর্নভাবে বসবাস করে আচ্ছি।ইতিমধ্যে আমি প্রবাসে থাকার কারণে।একই এলাকার পারভেজ এবং অজ্ঞাত ৪/৫ জন বেশকিছুদিন ধরে শাহাআলম (প্রকাশ) সোনা মিয়ার পূর্ব সূত্ররেপ্রাপ্ত ভিটে জমি জোর পূর্বক দখলের পায়তারা করে আসছিল।
বৃহস্পতিবার ভোরে পারভেজসহ অজ্ঞাত ৪/৫ জন স্ত্রী সন্তানদের একা পেয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ভিটে জমি জোর পূর্বক দখলের চেষ্টা চালায়। এসময় বাঁধা প্রদান করলে প্রতিক্ষের লোকজন আমার স্ত্রী সন্তানদের অস্ত্রশস্ত্র দিয়ে ধাওয়া করে। স্ত্রীরির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিক্ষের লোকজন আমার বাড়ির আঙিনার চলাচলের পথে তাঁর কাঁটার শিকল দিয়ে বন্ধ করে চলে যায়।
এই বিষয়ে স্থানীয় মেম্বারের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেওফোন রিসিভ না করাতে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, এতে এলাকাবাসী সুস্থ তদন্তের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।