amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে পক্ষকালব্যাপী “রূপসী বাংলা মেলা” শুরু

নাঈম হাসান ঈমন
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে পক্ষকালব্যাপী রূপসী বাংলা মেলা। কবি জীবনানন্দ দাশের ১’শ ২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়।শুক্রবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন,শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

মেলায় ক্রকারিজ, গার্মেন্টস, কসমেটিক্স, জুতা-সেন্ডেল ও ফাস্টফুডসহ বিভিন্ন পণ্যের ১০০টি স্টল বসেছে। এছাড়া শিশু-কিশোরদের বিনোদনের জন্য নাগর দোলা, ড্রাগন ট্রেন ও ডিজিটাল নৌকাসহ বিভিন্ন রাইডসের ব্যবস্থা রাখা হয়েছে। মেলার প্রথম দিনেই ব্যাপক দর্শনার্থী ভীড় পড়ে। এ মেলা থেকে ২ কোটি টাকার বেচা-বিক্রর আশা করছেন আয়োজকরা। উদ্বোধনের পর মেলা চত্তরে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী আমির হোসেন আমু।

এ সময় অন্যান্যর মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক। ঝালকাঠি জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। প্রতিদিন সকাল ৯ থেকে শুরু হয়ে এ মেলা চলবে রাত ১০ পর্যন্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।