ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ মে) সন্ধ্যায় কোর্ট রোডস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি (আংশিক) ঘোষনা করা হয়েছে।
এতে দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি হাসনাইন তালুকদার দিবস’কে সভাপতি পদ দেয়া হয়। নতুন কমিটিতে দৈনিক দেশের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এজিএম মিজানুর রহমান পুনরায় সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী এবং সাধারন পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটির আংশিক পদ শুক্রবার ঘোষনা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে দুই বছরের জন্য পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।