amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

টানা তিনদিন মেট্রোরেল বন্ধ থাকবে!

মুক্তকণ্ঠ ডেস্ক:
অক্টোবর ১০, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

১৪ ও ১৫ অক্টোবর (শনি ও রোববার) মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। এরমধ্যে শুক্রবার ছুটির দিন বন্ধ থাকে মেট্রোরেল। ফলে টানা তিনদিন মেট্রোরেলে চলাচল করতে পারবেন না যাত্রীরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এন সিদ্দিক সাংবাদিকদের একথা জানান।

তিনি জানান, সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য শনি ও রোববার উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। এরপর ১৬ অক্টোবর সোমবার থেকে আগের সময়সূচি অনুযায়ী নিয়মিত চলাচল করবে মেট্রোরেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।