amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতির মামলায় ফটিকছড়ির এক যুবক সহ গ্রেপ্তার-২

মোহাম্মদ জিপন উদ্দিন
সেপ্টেম্বর ৬, ২০২২ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

চুরি-ডাকাতি ও অপহরণ মামলায় ২জনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার হেঁয়াকো ট্রাক চালক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম ড্রাইভারের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম হৃদয় (১৯) অন্যজন জোরারগঞ্জ থানার ইসলামপুর গ্রামের ছুট্টু সওদাগর বাড়ির মৃত এয়াছিনের ছেলে মোঃ আমজাদ হোসেন প্রকাশ পিচ্ছি রানা (২২)।

৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে আসামিদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিএনজি, মোটরসাইকেল, আইফোন সহ কয়েকটি ডাকাতি চুরি ও অপহরণ মামলা রয়েছে বলে জানা যায়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ডাকাতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাকে আজ মঙ্গলবার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।