amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৭ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ডিআইইউ নানামুখী সমস্যা সমাধানে শিক্ষার্থীদের গনস্বাক্ষর

সজিব হাসান, ডিআইইউ প্রতিনিধি::
জুন ১৭, ২০২৩ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ববিদ্যালয়ের নানামুখী সমস্যা সমাধানের জন্য গনস্বাক্ষর কর্মসূচি করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল শিক্ষার্থী।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাত্রকুলস্থ স্থায়ী ক্যাম্পাসে ১২দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দ’ এর পক্ষে প্রধান সমন্ময়ক মশিউর রহমান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাদের ১২ দফা মেনে নিয়ে সমস্যা সমাধানের জন্য তাদের দাবী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রফেসর ডঃ গণেশ চন্দ্র সাহার কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান, সাজ্জাদ আহমেদ শোভন জানান, সমস্যাগুলো আমাদের সকলের সমস্যা। আমরা এ বিষয়ে ব্যাবস্থার জন্য উপরস্থ কর্মকর্তাদের এ বিষয়গুলো সম্পর্কে অবগত করবো।

এ বিষয়ে উপ-উপাচার্য জানান, শিক্ষার্থীদের সকল দাবীই যৌক্তিক। আমরা এই সমস্যাগুলো অতিদ্রুত সমাধান করার চেষ্টা করবো।

শিক্ষার্থীদের ১২দফা দাবী সমূহ হলো-
১- শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত।
২- শিক্ষার্থীদের গাড়ির নিরাপত্তা নিশ্চিত।
৩- সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব পুনর্গঠন।
৪- ছাত্রদের ক্লাব সংগঠন ছাত্রদের দিয়ে গঠন।
৫ – ক্যান্টিনের খাবারের মান ও দাম নিয়ন্ত্রণ।
৬- পরিবহন সমস্যা ও রাস্তার জলাবদ্ধতার সমাধান।
৭- পানীয় খাবারের সমস্যা সমাধান।
৮- শৌচাগার সমস্যার সমাধান।
৯- ক্লাসরুম সমস্যা সমাধান।
১০- ধর্মীয় উপাসনালয় স্থায়ীভাবে নির্মান।
১১- বিশ্ববিদ্যালয়ের টাকা জমা এবং প্রবেশপত্র সংগ্রহে ওয়ান স্টপ সার্ভিস।
১২- ইমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্ট সেবা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।