১০ জুলাই, সাভারের নয়ারহাট অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ তথা নিটারের ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজন করা হয় ইন্ট্রা ভার্সিটি ডিবেট প্রিমিয়ার লীগের টীম অকশন। প্রায় অর্ধশত শিক্ষার্থী ও তার্কিকদের উপস্থিতিতে উৎসব মুখোর পরিবেশে অকশনের বিডিং হয়।
এর ভিতর আয়কনদের থেকে সবথেকে বেশি প্রাইসে টীম ওয়ারিয়র্স এ যোগ দেয় তানজিদ মাহমুদ(১২ ব্যাচ)। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ বিড হয় একাধারে সিফার হাইদার শিবিব ও সামস হোসেন আল নেওয়াজ এর। তারা টীম চেকমেট ও টীম ডিসকর্স ডিস্ট্রয়ারে যোগ দেয়।
ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের ভিতর থেকে অঙ্কিতা পোদ্দার তিথি, সাদমান মোকাররম দেওয়ান ও আবিদা সুলতানা এশার দাম উঠেছে সব থেকে বেশি।
সুষ্ঠু ভাবে এই অকশন পরিচালনা করেন নিটার গেমস এন্ড স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট মুনসেফ আহমেদ সেজন, জিএস আফনানুল হক ও অর্গানাইজিং সেক্রেটারি লিমন আহমেদ।
পরিশেষে সকল টীমের উতসাহ ও উদ্দীপনায় শেষ হয় এই অকশন। অকশন শেষে নিজেদের টীম নিয়ে সবাই লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করেছে। এবং পছন্দসই টীম গড়ে বেশিরভাগ টীম ম্যানেজার খুশি।
ডিবেট প্রিমিয়ার লীগের ২৪ এর গুড উইল পার্টনার নিটার গেমস এন্ড স্পোর্টস ক্লাব, ফটোগ্রাফি পার্টনার নিটার ফিল্ম এন্ড ফটোগ্রাফি সোসাইটি এবং মিডিয়া পার্টনার নিটার সাংবাদিক সমিতি।