amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৯ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ড.ইউনুস অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার ভালুকায় আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

আবিদ হাসান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
আগস্ট ৯, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস মনোনীত হওয়ার ময়মনসিংহের ভালুকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ কর্তৃক আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ভালুকা স্মৃতি সৌধ এলাকা থেকে আনন্দ র‍্যালিটি বের হয়ে ভালুকা পৌর সদরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে ভালুকা বাসস্ট্যান্ড চত্বরে এসে র‍্যালিটি শেষ হয়। পরে সেভেন স্টার চাইনিজ রেস্টুরেন্টে এক্স স্টুডেন্টস ক্লাব ময়মনসিংহ’র সভাপতি সাইফুল ইসলাম ফকিরের সভাপতিত্বে ও ২০০৩/২০০৪ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ছাত্র এম.এম কবির’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনন্দ মোহন কলেজের গনিত বিভাগের প্রধান অধ্যাপক আমির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হোসেন, উপজেলা প্রেসক্লাব ভালুকা’র সাধারন সম্পাদক মুশিদুল আলম, রসায়ন ৪৫তম ব্যাচের ছাত্র রনুকুল ইসলাম, মোঃ খাদেমুল বাশার( আজাদ), মোঃ আব্দুর রউফ, পদার্থ ৪৩তম ব্যাচের মোঃ আব্দুল মান্নান, অর্থনীতি ৫০ তম ব্যাচের রাসেল আহমেদ, গনিত বিভাগের মোঃ মিনহাজ উদ্দিন, সমলা তাহের আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশিক মাহমুদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।