ঢাবি অধিভুক্ত সরকারী সাত কলেজের ২২-২৩ শিক্ষাবর্ষ অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থীদের মাঝে ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুউদ্দিন ইমনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ও শুভেচ্ছা জানানো হয়।
২৩ শে নভেম্বর সন্ধ্যায় কলেজের বিভিন্ন হলের অনার্স ১ম বর্ষ পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। বিতরণ করা শিক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে পরীক্ষার রুটিন, ফাইল, কাঠ পেন্সিল, কলম, ইরেজার, কাটার ও স্কেল।
এসময় ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুউদ্দিন ইমন বলেন,আমাদের লক্ষ্য একটি বৈষম্যহীন সমাজ করে তোলা। ক্যাম্পাসে একটি ইতিবাচক ধারার রাজনীতি গড়ে তোলা এবং আমরা আগামীতে কোন ধরনের সন্ত্রাস চাঁদাবাজি দখলদারিত্ব দেখতে চাই না। আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য রাজনীতি করতে চাই ও ছাত্রসমাজ কেন্দ্রিক নানামুখী কল্যানজনক কাজের মাধ্যমে তাদের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা ও সচেতনতা বৃদ্ধিকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব এবং প্রাধান্য দিবো।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান সৌরভ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম,সাবেক সহ-সম্পাদক সিরাজুম মুনির নায়েব,দক্ষিনায়ন হল ছাত্রদলের সাধারন সম্পাদক শাওন খন্দকার, রিজভী আহম্মেদ মদিনা, শাখা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক দেওয়ান ফজলে হাসান নিয়ন,নাফিজ,পিয়াস,হাবিব,মোস্তাফিজ সহ অনেকে।