amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৪ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার

মতিউর রহমান রিয়াদঃ
জুন ১৪, ২০২৩ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

১৩ জুন (মঙ্গলবার) আনুমানিক বিকালে ঢাকা থেকে মাওয়া যাবার পথে শ্রীনগর থানাধীন ছনবাড়ী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে শরীয়তপুর সদর হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা লাগলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে কোন হতাহতের খবর পাওয়া যায় নি। দুর্ঘটনার সময় গাড়িতে শুধু ড্রাইভার ই ছিল।

এ বিষয়ে অ্যাম্বুলেন্সের ড্রাইভার, মো. জাহাঙ্গীর আলম এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান। শরিয়তপুর থেকে মুমূর্ষু রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নামিয়ে শরীয়তপুর ফিরছিলাম। বৃষ্টির কারণে রাস্তা অনেক পিচ্ছিল ছিল, তাই খুুব সাবধানতার সাথে ড্রাইভিং করছিলাম। শ্রীনগর ছনবাড়ী নামক স্থানে আসলে রাস্তা পিচ্ছিল থাকার কারণে হঠাৎ করে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি।এতে আমার গাড়ির স্টিয়ারিং ঘুরে গিয়ে আইল্যান্ডের সাথে সজোরে ধাক্কা লাগে, এতে আমার কোন ক্ষতি না হলেও এম্বুলেন্স এর সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এম্বুলেন্সটি হাসাড়া হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।