amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

তারকাদের অংশগ্রহণে কিশু-দিয়ার বিবাহ উত্তর সম্বর্ধনা অনুষ্ঠান

রিয়েল তন্ময়
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

গত ১৮ই ফেব্রুয়ারি ঢাকার মিরপুরের পুলিশ কনভেনশন হলে যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক এবং ৭১ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কবির পাটোয়ারী এবং পারভিন পাটোয়ারী এর জ্যৈষ্ঠ পুত্র কফিল উদ্দিন পাটোয়ারী কিশু এর সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর খালেক চৌধুরী এবং হাসিনা পারভীন এর জ্যৈষ্ঠ কন্যা তাসমিয়া নওশীন দিয়া এর বিবাহ উত্তর সম্বর্ধনা যাক জমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শুরু লগ্ন থেকেই সন্ধ্যা ছয়টার পর পরই অতিথিবৃন্দের উপস্থিতিতে পুলিশ কনভেনশন হলটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। উপস্থিত অতিথিবৃন্দকে আনন্দ প্রদানের জন্য এবং অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখার জন্য অনুষ্ঠান চলাকালীন সময়ে গান-নাচ,কেক কাটা এবং খাবার পরিবেশন সহ বিভিন্ন পর্বের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালীন সময়ে বাংলাদেশের চলচ্চিত্র-নাট্য,নাচ এবং সংগীত জগতের সুপারস্টাররা উপস্থিত হয়ে বর ও কনেকে দোয়া প্রদান করে এবং অনুষ্ঠানটি আলোকময় করে তোলে।

উল্লেখ্য এর আগে গত ১৮ জানুয়ারি আমেরিকার ভার্জিনিয়ায় কিশু ও দিয়ার বিবাহ সামাজিক ভাবে সম্পন্ন হয় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।