amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৭ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

তীব্র তাপদাহে ক্লাস কার্যক্রম বন্ধ করলো নিটার প্রশাসন

ক্যাম্পাস প্রতিনিধি:::
জুন ৭, ২০২৩ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

তীব্র তাপদাহ এবং অসহনীয় লোডশেডিং জনজীবনে অসহনীয় দুর্গতি নিয়ে এসেছে। অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ইন্ড্রাস্ট্রিয়াল প্রোডাকশন থেকে শুরু করে সব ক্ষেত্রের নিত্যদিনের ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে এই তাপদাহউ এবং লোডশেডিং।

“ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ” বা নিটার দেশ জুড়ে আকস্মিক এই তাপদাহ এবং লোডশেডিং এর মধ্যে শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয় বিবেচনা করে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে। ০৭/০৬/২০২৩, বুধবার হতে ১১/০৬/০২৩, সোমবার পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় নিটার প্রশাসন। ০৬/০৬/২০২৩ নিটারের রেজিস্ট্রার আহমেদ ইকবাল রেজা সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ছুটি ঘোষণা করা হয়। আগামি ১৩/০৬/২০২৩ তারিখ, আগামী ১৩ তারিখ হতে ২১ তারিখ পর্যন্ত অনলাইন ক্লাস হবে। ২২/০৬/২৩ হতে ০৮/০৭/২৩ পর্যন্ত ঈদের ছুটি থাকবে।

উল্লেখ্য, বন্ধের সময়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুটিন অনুযায়ী পরীক্ষাগুলো চলমান থাকবে।

একইসাথে, নিটার-খামারবাড়ি-নিটার রুটে এবং নিটার-আব্দুল্লাহপুর-নিটার রুটে চলমান বাস দুটি বন্ধ থাকবে এমন নির্দেশ দেয়া হয়।

নিটার প্রশাসনের এমন সময়োপযোগী সিদ্ধান্ত প্রশংসার দাবিদার। এবং নিটার প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে নিটারের শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।