amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৫ এপ্রিল ২০২৩

দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে মাদক ও সাড়ে ৫ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

এম রাসেল সরকার::
এপ্রিল ২৫, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ৩২২ বোতল ফেনসিডিল ও ২ হাজার ৩৯৫ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন- হৃদয় হোসেন (২৮), মো. আমিন (৩০) ও মো. রনি কাজী (৩৭)।

রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাপুর করেরগাঁও এবং শুভাঢ্যা পূর্ব জাওলাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সোমবার র‌্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাটালিয়নের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জের আব্দুল্লাপুর করেরগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় আনুমানিক ৯ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ৩২২বোতল ফেসনিডিলসহ হৃদয় ও আমিনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১ লাখ ১৩টাকা উদ্ধার করা হয়েছে।

এছাড়া একইদিন র‌্যাব-১০ এর অপর একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা পূর্ব জাওলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৭ লাখ ১৮ হাজার ৫০০ টাকা মূল্যের ২ হাজার ৩৯৫পিস ইয়াবাসহ রনি কাজীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪২ হাজার ৮০০টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।