ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ৩২২ বোতল ফেনসিডিল ও ২ হাজার ৩৯৫ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন- হৃদয় হোসেন (২৮), মো. আমিন (৩০) ও মো. রনি কাজী (৩৭)।
রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাপুর করেরগাঁও এবং শুভাঢ্যা পূর্ব জাওলাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাটালিয়নের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জের আব্দুল্লাপুর করেরগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় আনুমানিক ৯ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ৩২২বোতল ফেসনিডিলসহ হৃদয় ও আমিনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১ লাখ ১৩টাকা উদ্ধার করা হয়েছে।
এছাড়া একইদিন র্যাব-১০ এর অপর একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা পূর্ব জাওলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৭ লাখ ১৮ হাজার ৫০০ টাকা মূল্যের ২ হাজার ৩৯৫পিস ইয়াবাসহ রনি কাজীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪২ হাজার ৮০০টাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পেরেছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।