amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ কেরানিগঞ্জ থেকে পাঁচ লাখ টাকা মূল্যের মাদকসহ একজন গ্রেফতার

এম রাসেল সরকার::
এপ্রিল ২৭, ২০২৩ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া হিজলতলা এলাকা থেকে আনুমানিক ৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাকৃত ওই ব্যক্তির নাম মো. নাজমুল ইসলাম তপু (২৭)।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এ তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।

তিনি বলেন, আজ (২৭ এপ্রিল) র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া হিজলতলা এলাকায় একটি অভিযান চালিয়ে আনুমানিক ৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মো. নাজমুল ইসলাম তপু (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক বিক্রেতা। তিনি বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ট্যাপেনটাডল ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।