amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ চাঙ্গিরগাঁও  তা’লিমুল কোরআন নুরানি মাদ্রাসায় বই বিতরণ উৎসব

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর জেলা, রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ চাঙ্গিরগাঁও  তা’লিমুল কোরআন নুরানি মাদ্রাসায় বই বিতরণ উৎসব ও সবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।এতে ২০২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন ক্লাসের প্রায় ৫০ জন ছাত্রছাত্রীদের মাঝে উৎসবের আমেজে বই বিতরণ করা হয়েছে।

বই বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার সকল ছাত্রছাত্রী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল আমান  জামে মসজিদের সভাপতি আলহাজ্ব ছগির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্দেশ্য মানব সেবা সংগঠনের সভাপতি কাউসার  হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,।এসময় তিনি বলেন, অত্র প্রতিষ্ঠানের পড়ালেখার মান  উন্নয়ন কিভাবে আরো ভালো করা যায় এই প্রচেষ্টা আমরা চালাচ্ছি,  সামনে আরো ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ,  সকলেই আমাদেরকে ছাত্র-ছাত্রী দিয়ে সহযোগিতা করবেন।

উল্লেখ্য, দক্ষিণ চাঙ্গিরগাঁও গ্রামে আধুনিক এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যে ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রমের জন্য শিক্ষানুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।