amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৮ মে ২০২৩

দাদন ছৈয়ালের পাশে সখিপুর থানা ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক:
মে ৮, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

সারা বাংলাদেশে কৃষকের পাকা ধান স্বেচ্ছাসেবী হিসেবে কেটে ও মাড়াই করে দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা।কেন্দ্রের নির্দেশনা অনুসারে এবার শরীয়তপুরের সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার ও সাধারণ সম্পাদক ইমরান বেপারীর অংশগ্রহণে ডি,এম,খালি ইউনিয়নের চরপাইয়াতলী গ্রামের কৃষক দাদন ছৈয়ালের প্রায় ৩০ শতাংশ জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন থানা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ওই কৃষকের মুখে হাসি ফুটেছে। 

সোমবার (৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল ও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার ইমরান এর নেতৃত্বে ধান কাটায় অংশ নেন ছাত্রলীগের ৫০ জন নেতাকর্মীরা ধান কেটে বাড়ি পৌঁছে দেন।

ধান কাটতে থানা ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেয় ডি এম খালি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেতাব মালত, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিয়ামসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

কৃষক মো. দাদন ছৈয়াল বলেন, ‘শ্রমিক ও অর্থ সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। থানা ছাত্রলীগের সভাপতি বিষয়টি জানতে পেয়ে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। তার জন্য দোয়া রইলো।’

ডি এম খালি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিয়াম বলেন, ‘দেশবাসীর দুঃখ কষ্টে, বিভিন্ন দুর্যোগে সব সময় ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। আমাদের এই কাজ অব্যাহত থাকবে।’

থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার ইমরান বলেন, ‘কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এবারের বোরো মৌসুমেও কৃষকের ঘরে সম্পূর্ণ ধান না উঠা পর্যন্ত থানা ছাত্রলীগের আওতাধীন সব ইউনিয়নে ছাত্রলীগ এই কর্মসূচি পালন করবে।’

সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি মো. আতিকুর রহমান সোমেল বলেন, ‘আমি খোঁজখবর নিয়ে জানতে পারি যে, ডি এম খালি ইউনিয়নের চরপাইয়াতলী গ্রামের কৃষক মো. দাদন সৈয়াল তার ৩০ শতাংশ জমির পাকা ধান শ্রমিক ও অর্থ সংকটে কাটতে পারছিলেন না। বিষয়টি জানার পর ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।