amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৭ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

খুলনা প্রতিনিধি
মার্চ ৭, ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের আয়োজনে দিঘলিয়া প্রেসক্লাবের পৃষ্ঠপোষক ও দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুবুল আলম এর পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে।

দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানের প্রধান অতিথি  খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের উপদেষ্টা ও দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম,দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম,সহকারী কমিশনার( ভূমি) মো: মাহমুদুর রহমান, দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মোল্যা আকরাম হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হায়দার আলী মোড়ল।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কাজী মোশাররফ হোসেন,মো: মকবুল হোসেন, সৈয়দ মিজানুর রহমান, শেখ ইয়াজুল, মো: আমিনুর রহমান,খান অলিয়ার রহমান,মো: আমীর আলী সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।