amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৬ জুন ২০২২

দুঃখী মানুষের সেবায় একজন মানবিক ডাক্তার।

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুন ২৬, ২০২২ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রনি মজুমদার: লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার প্রায় প্রত্যন্ত অঞ্চলে প্রতি সপ্তাহে গরীব দুঃখীদের চিকিৎসার জন্য ছুটে যান এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নের বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে, গুচ্চ গ্রামে, বেদে পল্লীসহ বিভিন্ন গ্রামে। সদর হাসপাতালের সব রোগীদের জনপ্রিয় ডাঃ জয়নাল আবেদিন স্যার। স্যার কে চিনে না এমন কেউ নেই।
আজ ১৯নং তেওয়ারি গঞ্জ আধারমানিক আশ্রয়ন প্রকল্পে সুবিধা বঞ্চিত ও দুস্থদের চিকিৎসার জন্য আসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের ইএমও ডাঃ জয়নাল আবেদিন স্যার।
মেডিসিন, হৃদরোগ, বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং স্যারের সাথে মেডিকেল ক্যাম্প পরিচালনায় ছিল ডিপ্লোমা ইন মেডিসিন সার্জারী অধ্যয়নরত রনি মজুমদার, সুব্রত দাস, সালাউদ্দিন রাজন সহ লক্ষ্মীপুর পুলিশের উচ্চ পর্যায়ের স্যার এবং অন্যান্য ব্যক্তিবর্গ। আশ্রয়ন প্রকল্পে এখানকার প্রায় ৩৩ টি পরিবারের মধ্যে চিকিৎসা প্রদান করেন। ওই সময় স্যারের সাথে ওই প্রকল্পে উপস্থিত ছিলেন ১৯নং তেওয়ারি গঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এর ভাই এবং অন্যান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।