দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এই সচেতনতামূলক সভা হয়।
বাল্যবিবাহ প্রতিরোধে নেত্রকোনার দুর্গাপুরের শিক্ষার্থীদের নিয়ে এক সচেতনতামূলক সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখা। আজ মঙ্গলবার সকাল ১১টায় দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এই সচেতনতামূলক সভা হয়।
সভায় বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি কলি হাসান ওয়ালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজেশ গৌড়ের সঞ্চালনায় বক্তব্য দেন দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার উদ্দিন, সুসং সরকারি মহাবিদ্যালয়ের খণ্ডখালীন প্রভাষক জনপদ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা কবি সজীম শাইন ও কালের কণ্ঠের দুর্গাপুর সংবাদদাতা মাসুম বিল্লাহ।
বক্তারা বলেন, বাল্যবিবাহ সমাজের এক চরম ব্যাধি।
বাল্যবিবাহের ফলে অনেক মেয়ের জীবন অকালে শেষ হয়ে যায়। আমাদের শিক্ষকদেরও এগিয়ে আসতে হবে বাল্যবিবাহ প্রতিরোধে। কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটতে দেখলে সঙ্গে সঙ্গে প্রতিরোধ করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহের মানসিকতা থেকে অভিভাবকদের বেরিয়ে আসতে হবে।
বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সব মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।