amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে বাল্যবিবাহ রোধে শুভসংঘের সচেতনতামূলক সভা!

রিপন মিয়া:::
অক্টোবর ১৭, ২০২৩ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এই সচেতনতামূলক সভা হয়।

বাল্যবিবাহ প্রতিরোধে নেত্রকোনার দুর্গাপুরের শিক্ষার্থীদের নিয়ে এক সচেতনতামূলক সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখা। আজ মঙ্গলবার সকাল ১১টায় দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এই সচেতনতামূলক সভা হয়।

সভায় বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি কলি হাসান ওয়ালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজেশ গৌড়ের সঞ্চালনায় বক্তব্য দেন দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার উদ্দিন, সুসং সরকারি মহাবিদ্যালয়ের খণ্ডখালীন প্রভাষক জনপদ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা কবি সজীম শাইন ও কালের কণ্ঠের দুর্গাপুর সংবাদদাতা মাসুম বিল্লাহ।

বক্তারা বলেন, বাল্যবিবাহ সমাজের এক চরম ব্যাধি।

বাল্যবিবাহের ফলে অনেক মেয়ের জীবন অকালে শেষ হয়ে যায়। আমাদের শিক্ষকদেরও এগিয়ে আসতে হবে বাল্যবিবাহ প্রতিরোধে। কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটতে দেখলে সঙ্গে সঙ্গে প্রতিরোধ করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহের মানসিকতা থেকে অভিভাবকদের বেরিয়ে আসতে হবে।

বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সব মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।