দেশব্যাপী সিরিজ বোমা হামলা দিবসে জামালপুরে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
বুধবার (১৭ আগস্ট) সকালে শহরের দয়াময়ী চত্ত্বরে জঙ্গীবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতা, পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী গুজব ও অপপ্রচার সৃষ্টিকারীর বিরুদ্ধে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি সঞ্চালনা ও সভাপতি সৈয়দ তানভীর আহমেদের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসম প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ পূর্ব শাখার আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
এসময় বক্তরা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির গুজব ও অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।