amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় বাছাইপর্বে বাংলাদেশ!

মুক্তকণ্ঠ স্পোর্টস ডেস্ক:
অক্টোবর ১৭, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

গতকাল সংবাদ সম্মেলনে বলেছিলেন নিজেদের ঘরের মাঠে সমর্থকদের সাপোর্ট কাজে লাগিয়ে জয় তুলে নিতে চান। যেই কথা সেই কাজ। রাকিব এবং ফাহিমের গোলে ২-১ ব্যবধানে বাংলাদেশ জয় তুলে নিয়েছে মালদ্বীপের বিপক্ষে। সেই সাথে নিশ্চিত হয়েছে বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী পর্ব।

হেরে গেলেই এক বছরের জন্য নির্বাসন এই চাপ নিয়েই মাঠে নেমেছিল হ্যাভিয়ার কাবরেরার দল। সেই চাপেই হয়তো শুরুটা খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথম কয়েক মিনিট বাংলাদেশ দলকে বেশ চাপে রেখেছিলো মালদ্বীপ। ডিফেন্ডারদের ভুল বোঝাবুঝিতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো সফরকারিরা।

তবে সেই চাপ বেশিক্ষন দির্ঘায়িত হতে দেননি জামাল, রাকিবরা। ম্যাচের এগারো মিনিটেই দারুন এক কাউন্টার অ্যাটাকে বাংলাদেশ দলকে এগিয়ে দেন রাকিব। ফাহিমের দেয়া পাস থেকে দারুণ ফিনিশিংয়ে মালদ্বীপের জাল খুজে নেন রাকিব। সেই সাথে উল্লাসে ফেটে পড়ে কিংস আ্যরানার ৭ হাজার সমর্থক।

গোল দিয়ে বাংলাদেশ দলের আক্রমাণ আরো ধারালো হয়। বেশ কিছু সুযোগও আসে। তবে দুর্বল ফিনিশিংয়ের কারণে গোল পাওয়া হয়নি বাংলাদেশের। রাকিব নিজেও মিস করেছেন সুযোগ।

তবে লিড ধরে রেখে বিরতিতে যেতে পারেনি বাংলাদেশ। ৩৪ মিনিটে মালদ্বীপকে এগিয়ে দেন আইসাম ইব্রাহিম। হামজার কর্নার থেকে বল ফয়সালের মাথায় লেগে বক্সে এসে পড়লে আইসাম সুযোগটা কাজে লাগান দারুণ ভাবে।

বিরতি থেকে ফিরেই প্রথম মিনিটেই বাংলাদেশ দলকে এগিয়ে দেন ফয়সাল আহমেদ ফাহিম। সোহেল রানার বাড়ানো বল থেকে অসাধারণ দক্ষতায় বল জালে জড়ান ফাহিম। প্রথম লেগে সহজ সব সুযোগ নষ্ট করা ফাহিম আজ গোল করে সব সমালোচনার জবাবটাই যেন দিলেন। পুরো ম্যাচেই ছিলেন দুর্দান্ত। ড্রিবিলিং এর সাথে দারুন গতিতে বারবাবরই পরাস্ত করেছেন মালদ্বীপের ডিফেন্ডারদের। সেই সাথে পেয়ে যান বাংলাদেশের জার্সিতে নিজের প্রথম গোল।

২-১ গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ দল বেশ কিছু সুযোগ পেয়েছিলো লিড বাড়িয়ে নেওয়ার। সফরকারিরাও তৈরি করেছিল বেশ কিছু সুযোগ। তবে শেষ পর্যন্ত দৃঢ় প্রত্যয়ী পারফরম্যান্সে জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশ পৌছে গেছে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে। যেখানে অপেক্ষায় অস্ট্রেলিয়া, ফিলিস্তিন, লেবানন।

@tsports

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।