amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৩ মার্চ ২০২৩

ধলই সেকান্দরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন

হাটহাজারী প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী উপজেলার ধলই সেকান্দরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান ও মা/অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ ই মার্চ) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওসমান গণি।উদ্বোধক ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা দীপিকা পাল।

বিদ্যালয়ের শিক্ষিকা নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এইচ এম আলী আবরাহা দুলাল।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র সামির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার লতিকা রত্নম মান্না, সমাজ সেবক আলহাজ্ব আবুল বাশার, আওয়ামী লীগ নেতা কামাল পাশা, সমাজকর্মী নুরুল ইসলাম, আব্দুর রহিম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা নিয়ে অনেক সচেতন প্রাথমিক শিক্ষার্থীদের পড়ালেখায় উদ্ধুদ্ধ করতে সরকারের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে ও অব্যাহত রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।