মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল চাঁদপুর এর পক্ষ থেকে চাঁদপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সম্মানীত সভাপতি জনাব কামরুল হাসান মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান হাসপাতালের অবৈতনিক সাধারন সম্পাদক এম এ মাসুদ ভূইয়া, কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম, কোষাধ্যাক্ষ বাবু সুভাষ চন্দ্র রায় এবং সদস্য তমাল কুমার ঘোষ। মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক কার্যক্রম এবং সেবার পরিধি সম্পর্কে নবাগত জেলা প্রশাসক ও সভাপতি মহোদয়কে অবগত করেন হাসপাতালের ম্যানেজার অ্যাডমিনিস্ট্রিশন শামীম খান । জেলা প্রশাসক মহোদয় হাসপাতালের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র পাবলিক রিলেশন অফিসার মোঃ আবু জাফর ও সহকারী সাপ্লাই চেইন অফিসার মোঃ আল আমিন।