amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নবাগত শিক্ষার্থীদের বরণ করতে রঙিন সাজে বরিশাল বিশ্ববিদ্যালয়

মোশাহিদ আনছারী , ববি প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক(সম্মান)১২ তম ব্যাচের নবাগত (২০২২-২৩ শিক্ষাবর্ষের) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামীকাল ৩ সেপ্টেম্বর।

নবাগত অনুজদের বরণ করতে নানা আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের ১১ তম ব্যাচ। স্ব-উদ্যোগে, আপণ মনে রং তুলিতে রঙিন করছে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর সামনের করিডোর ,ক্লাসরুমসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গা। বেলুন, পোড়ামাটির শিল্পকর্ম, রঙিন পোস্টার দিয়ে সাজানোসহ নানা কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে এই নব্য সিনিয়ররা।ক্যাম্পাসে যেন এক মহা উৎসব হতে যাচ্ছে!

১১ তম ব্যাচের এই ক্যাম্পাস নবরূপে সাজানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলে।তারাও বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রং তুলির কাজকে সুন্দর করতে সরাসরি সহযোগিতা করছে ববিচাষ,বিউ ম্যাডোনা আর্টসহ বিভিন্ন সংগঠন।

বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থীরা বলেন,আমাদের বরণ করে নিতে আমাদের সিনিয়রাও ক্যাম্পাস সাজিয়েছিলেন। ফুল দিয়ে বরণ করেছিলেন,মিষ্টিমুখ করিয়েছিলেন, নাস্তার ব্যবস্থা করেছিলেন এবং উপহার দিয়েছিলেন। আমরা আমাদের জায়গা থেকে আরো একটু ভালো করে আয়োজন করার চেষ্টা করেছি।আমরা চাইব এরই ধারাবাহিকতায় আমাদের পরবর্তী ব্যাচ আরো ভালো করে ওরিয়েন্টেশনের আয়োজন করবে।

আইন বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ~ইব্রাহীম খান তামিম বলেন,সিনিয়রদের ধারাবাহিকতায় আইন বিভাগের শিক্ষার্থীরা আইন বিষয়ক বিভিন্ন আইনি উক্তি, চিত্র দিয়ে তাদের বিভাগকে সাজানোর আপ্রাণ চেষ্টা করেছি। আশা করছি নতুনদের কাছে ভালো লাগবে।

লোকপ্রশাসন বিভাগ ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ১১ তম ব্যাচের এই কর্মকাণ্ডে সাধুবাদ জানিয়ে বলেন, জুনিয়ররা যা করছে সেটা খুবই ভালো উদ্যোগ।যে তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ধরে রেখে নবীনদের বরন করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ক্যাম্পাসকে নবরূপে রূপায়িত করছে এটা দেখে আমাদেরও ভালো লাগছে। দেখে মনে হয় ৫০ একরের এই ক্যাম্পসটা প্রাণ ফিরে পেয়েছে ! যারা নিজেদের অর্থায়নে এতো কষ্ট করে ক্যাম্পাসটা সাজিয়েছে তাদেরকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।

সেই সাথে নবীন শিক্ষার্থীদের জন্য রইল এক রাশ গোলাপের শুভেচ্ছা। ১২ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হোক প্রাচ্যের ভেনিসের ৫০ একরের এই ববি ক্যাম্পাস।

উল্লেখ্য, এই বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৫ টি বিভাগে ১৫২০ টি আসন ছিল।আগামীকাল বিভাগ ভিত্তিক ওরিয়েন্টেশন এবং ক্লাস শুরু হবে।পরবর্তীতে কেন্দ্রীয়ভাবে নবীন বরণ অনুষ্ঠান হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।