ঝালকাঠির নলছিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুরধ ১৭) ২০২৩, প্রন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ ও স্কুল মিল্ক কর্মসূচী’র উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৪টায় নলছিটি চায়না মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, সাবেক মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
এ সময় তিনি বলেন এই টুর্নামেন্ট’র মাধ্যমে উদ্যোমী ও আত্মবিশ্বাসী খেলোয়ার খুঁজে বের করতে হবে। প্রশিক্ষণের মাধ্যম খেলোয়ার তৈরি করতে হবে। খেলাধূলা করলে শরীর ও মন ভালো থাকে, দীর্ঘ দিন সুস্থ ও সুন্দর ভাবে বেঁচে থাকা যায়।
এরপর এমপি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, প্রাণী সম্পদ অধিদপ্তর ও কৃষি অধিদপ্তর আয়োজিত পৃথক অনুষ্ঠানে শংকরপাশা সনকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল মিল্ক ও উপজেলার ১২০০ জন কুষকদের মাঝে মাথাপিছু ৫কেজি হারে আমন ধান বীজ, কেজি ১০কেজি এমওপি ও ২০কেজি ডিওপি সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উপজেলা নির্বহী অফিসার জান্নাত আরা নাহিদ’র সভাপতিত্বে এ সকল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ’র চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক অ্যাডঃ খান সাইফুল্লাহ পনির, জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান, ব্যারিস্টার সুমাইয়া হোসেন অদিতি, সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় প্রমুখ।অনুষ্ঠানমালা সঞ্চালনায় ছিলেন প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন।
উদ্বোধনী খেলায় মোল্লারহাট ইউনিয়ন একাদশ ২-০ গোলে রানাপাশা ইউনিয়ন একাদশকে পরাজিত করে।