amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৩ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নলছিটিতে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

Link Copied!

ঝালকাঠির নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মূল্যতালিকা না থাকায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।

রবিবার (১১জুন) বিকেলে উপজেলার পৌর এলাকার বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় লঞ্চঘাট সংলগ্ন জলিল ষ্টোর কে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা ও বিজয় উল্লাস চত্বরে দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় বলেন, নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সাথে ছিলেন পেশকার মো. মাইনুল ইসলাম সাইমুন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।