amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নাজিরহাট পৌরসভায় অতিরিক্ত ফি নেয়ায় কঞ্জারভেন্সী ইন্সপেক্টরকে শোকজ!

মুক্তকণ্ঠ রিপোর্ট:
নভেম্বর ২৬, ২০২৪ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার কঞ্জারভেন্সী ইন্সপেক্টর মো: আনোয়ার হোসেনের বিরুদ্ধে ট্রেড লাইসেন্স এর জন্য অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের ভিত্তিতে ওই কর্মকর্তাকে গত ২১ নভেম্বর কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নাজিরহাট পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন।

নোটিশে উল্লেখ করা হয় গত ৪ নভেম্বর বিছমিল্লাহ ফ্যাশনের প্রোপ্রাইটর মো: মোরশেদুল আলমের ২১০ নাম্বার ট্রেড লাইসেন্স এর জন্য নির্ধারিত ফি এর অতিরিক্ত ফি আদায় করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িতে পড়ে।

পরবর্তীতে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলে অভিযুক্ত ওই কর্মচারী মৌখিকভাবে এর সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে পৌর প্রশাসন মো: মেজবাহ উদ্দিন বলেন- মৌখিকভাবে সে এ বিষয়টা স্বীকার করেছে। আজ (২৬ নভেম্বর) লিখিতভাবে শোকজের জবাব দিবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।