প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ জেলার সুনামধন্য পরিবারের ব্যাক্তিবর্গ নিয়ে গঠিত দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি। দীর্ঘ ১০ বছরে হাটি হাটি পা পা করে সুনামের সহিত মানব সেবায় নিয়োজিত এই সংগঠনটি।
৯ জুন বাদ মাগরিব শহরের পলান্য চাইনিজ রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি এ ওয়াই এম হাসমত উল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি এড. নবী হোসেন,সহ সভাপতি আলহাজ এম এ বাসেদ ভুইয়া,যুগ্ম সম্পাদক আলিম ভুইয়া,অর্থ সম্পাদক সে এম সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সালেহ মোঃ মুসা,ই.বি এম হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক, জাতীয় দৈনিক সকালের সময়ের নারায়ণগঞ্জ ব্যুরো প্রধান খন্দকার মাসুদুর রহমান দিপু,সমাজকল্যান সম্পাদক আবদুর রহমান লিটন,নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা টি এম মজিবর হোসেন, এড.আবদুর রহিম, মোঃ আবদুল হোসেন, মোস্তাফিজুর রহমান রিপন, মোঃ মুসলিম উদ্দিন,আশারাফ উদ্দিন আহমেদ,ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন, কবি হুমায়ন কবির প্রমুখ।
সভায় আমন্ত্রিত অতিথি নারায়ণগঞ্জের আলোচিত সংগঠন আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নুর উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন এবং তিনি স্বেচ্ছায় সংগঠনের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে এই সংগঠনে যোগদান করেন।
সাধারণ সভায় সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, এই সংগঠনটি মানব সেবায় সব সময় নিয়োজিত থাকবে এবং নারায়ণগঞ্জের যে কোন দূযোর্গ মোকাবেলায় ইতিপূর্বেও ছিলো ভবিষ্যতেও থাকবে। সংগঠনের সভাপতি এ ওয়াই এম হাসমত উল্লাহ বলেন মানব সেবা পরম ধন্য তাই অবহেলীত মানুষ গুলোর পাশে দাড়াতে হবে এবং তাদের সুখ দুঃখ আমাদেরকেই ভাগাভাগি করে নিতে হবে। তিনি আরো বলেন আমরা প্রতিটি রমজানে অসহায়দের মাঝে খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ করে থাকি সেই সাথে শীতার্থদের মাঝেও প্রতিবছর বছর শীতবস্ত্র বিতরণ করি।
আমাদের এই মানব সেবামুলক কাজের ধারাবাহিকতা সব সময় অব্যাহত থাকবে। সভাশেষে সংগঠনে যে সকল সদস্য অসুস্থ্য ও মৃত্যু বরণ করেছেন এবং যারা পবিত্র হজ পালনের জন্য মক্কা মদিনার উদ্দেশ্যে রৌনা হয়েছেন তাদের সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।