amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৬ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ ফতুল্লায় চাঞ্চল্যকর পরকীয়ার বলি মৌসুমী হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

এম রাসেল সরকার:
জুলাই ১৬, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যকর পরকীয়ার বলি মৌসুমী হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ০৩ জন আসামিকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চানমারী এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর পরকীয়ার বলি গৃহবধু মৌসুমী’কে গায়ে তারপিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় রুজুকৃত হত্যা মামলা যার মামলা নং- ৫২/৪৬১, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড।

মামলার এজাহারভুক্ত পলাতক আসামিরা হলেন, জজ মিয়া (৪৭), পিতা- মৃত লাল মিয়া, সেলিনা বেগম (৪৫), স্বামী- জজ মিয়া ও সোনালী আক্তার (২৫), স্বামী- মানিক মিয়া, সকলের সাং- পশ্চিম মাসদাইর (গুদারাঘাট), থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ, বর্তমান ঠিকানা সাং- কাঠগড়া, নয়াপাড়া, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা’দের গ্রেফতার করে। এসময় তাদের নিকট হতে ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।