নারায়ণগঞ্জ বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ১ নং নয়ানগর গ্রামের বিশিষ্ঠ সমাজসেবক মৃত পিয়ার জাহান এর পুত্র পিন্টু ও তার স্ত্রীর উপর ২ নং ওয়ার্ডের জামান মেম্বার পূর্ব শক্রুতার জের ধরে অতর্কিত হামালা চালালে থানায় সাধারণ ডায়েরী যার নং ৬১২-১৩/৫/২০২৩। বিবাদি ১ নং জামান মেম্বার,২, রমজান, ৩ শিবলু,৪, পাবেল,৫, রাশেদ সর্ব সাং বন্দর।
ঘটনা সুত্রে জানাযায় গত ১২ জুন ২০২৩ ইং তারিখে বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ১ নং নয়ানগর গ্রামের বিশিষ্ঠ সমাজসেবক মৃত পিয়ার জাহান এর পুত্র পিন্টুর সাথে জমি সংক্রান্ত পূর্ব শক্রুতা ও বিরোধের জের ধরে পিন্টু ও তার স্ত্রীকে জনসম্মুখে পিটালো জামান মেম্বার সহ তার ভাড়াটিয়া গুন্ডা বাহিনী। এ বিষয়ে বন্দর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরী করেন পিন্টু। এর আগে পিন্টুর জমি দখল করাকে কেন্দ্র করে দখলকারীদের বিরুদ্ধে নারাণয়গঞ্জ বিজ্ঞ চিফ জুডিশিয়াল কোর্টে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন যার তদন্ত এখনও সি আইডিতে প্রক্রিয়াধীন।
সম্প্রতি জামান মেম্বার তার বাহিনী নিয়ে পিন্টুর জমি দখল করে পরে ৯৯৯ এ ফোন করে বিষয়টি অবহিত করা হলে পরবর্তিতে বন্দর থানা পুলিশ ঘটনা স্থলে আসলেও কোন সুরাহা না করেই তারা থানায় ফিরে যায়। একই সময় দখলকারী জামান মেম্বার জমির উপর প্রাচির নির্মান করে জমিটি তার নিজ দখলে নিয়ে নেয়। শুধু তাই নয় জামান মেম্বারের বিরুদ্ধে জমি দখলের নানা অভিযোগ থাকলেও ভয়ে ভুক্তভোগীরা আইনের সহায়তা নিতে অপারক, বিধায় দিনের পর দিন জামান মেম্বার ভুমিদস্যুতা করতে সক্ষম হচ্ছে। এছাড়া তার বিভিন্ন জমির পাশে সরকারী জমি থাকায় সেই জমি গুলো তার নামে নামজারি করে দখল নিয়ে থাকে বলে জানা যায়।
এখানেই জামান মেম্বার থেমে থাকেনি ভিকু দিয়ে আবাদি জমি কেটে ড্রেজারের মাধ্যমে বালু ভরাট কওে এলাকার পরিবেশন দূষন করেছে। ইতিপূর্বে মাননী প্রধানমন্ত্রী বলেগেছেন একখন্ড জমি ভরাট করা যাবে না জমি আবাদ করতে হবে বিষয়টি সকলেই অবগত থাকলেও জামান মেম্বার একজন জনপ্রতিনিধি হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে সে একের পর এক আইন অমান্য করে আবদি জমি ভরাট করে প্লট বানিয়ে অতিরিক্ত দামে বিক্রি করছে। এদিকে পিন্টু জানায় এই ভুমিদস্যু জামান মেম্বার আমাকে ও আমার স্ত্রীকে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে শরীরে বিভিন্ন জায়গায় নিলা ফুলা জখম করে, পরে আমরা বন্দর থানাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেই।
এমনটি বিবাদিগন আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি প্রদান করে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি জেলার সুযোগ্য পুলিশ সুপারের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছি সেই সাথে অপরাধিদের সাস্তি দাবি করছি। এ বিষয়ে জামান মেম্বারের সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।