বিশ্বায়নের এ যুগে মোবাইল ফোন সব থেকে বড় অস্ত্র। সেই অস্ত্রকে আরো শানিত করার লক্ষ্যে, ক্যাম্পাসের সকল সুবিধাকে হাতের মুঠোয় এনে দেবার লক্ষ্যে সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ বা নিটার প্রশাসন হাতে নিয়েছে এক যুগান্তকারী পন্থা।
এ লক্ষ্যে গত ১৭-০৬-২০২৩ তারিখে Get-Aid Ltd. এবং নিটার এর মধ্যে প্রস্তাবনা পত্র সাক্ষরিত হয়েছে। উল্লেখ্য যে, Your Campus অ্যাপ ব্যবহার করে নির্দিষ্ট Vending Machine এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা তাদের Food and Bevarage সেবা গ্রহনের পাশাপাশি উক্ত অ্যাপের মাধ্যমে আবাসিক হলের ছাত্র-ছাত্রীরা তাদের Laundry সেবাও নিতে পারবে।সাথে থাকবে আরো দৈনন্দিন সুযোগ সুবিধা গ্রহণের সুযোগ।
নিটার প্রশাসন কতৃক গৃহিত এমন পরিকল্পনাকে যুগান্তকারী বলে অভিহিত করেছেন নিটারের এলুমনি ব্যাচের শিক্ষার্থীমহল, সাথে সাধুবাদ জানিয়েছে বর্তমানে অধ্যয়নরত সকল শিক্ষার্থীরা। এবং এপ ভিত্তিক এই সুবিধা চালু হবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।