amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৮ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নিটারে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিটার প্রতিনিধি মো. রুবায়েত রশীদ।
মে ১৮, ২০২৪ ১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকার সাভারে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ তথা নিটারে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিটারে আয়োজিত এই কর্মশালায় নিটারের বিভিন্ন বিভাগের প্রায় ৩২ জন শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণটি পরিচালনা করেন ড. মোহাম্মদ জাকারিয়া , অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এবং ড. মো. আব্দুস শহীদ, অধ্যাপক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ডুয়েট, গাজীপুর। প্রশিক্ষণে বিশেষজ্ঞরা ওবিই এর পরিচিতি, পাঠ্যক্রম ডিজাইন, মূল্যায়ন কৌশল এবং আউটকাম বেইজড এডুকেশন সিস্টেমের ক্রমাগত উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় নিটারের পরিচালক ড. মোহাম্মদ জুনাইবুর রশীদও উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে একটি প্রতিষ্ঠানের মিশন ও ভিশন ওবিই এর সাথে কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি উল্লেখ করেন যে, প্রতিষ্ঠানের মিশন ও ভিশন স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিবৃতিগুলি সব শিক্ষামূলক প্রচেষ্টার পথ নির্দেশ করে এবং ওবিই এর ভিত্তি স্থাপন করে।

প্রশিক্ষণ কর্মশালার শেষে নিটারের পরিচালক দুই জন বিশেষজ্ঞ বক্তাকে উপহার ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।