amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নিটারে গাছের চারা রোপন কর্মসূচী

নিটার প্রতিনিধিন:::
জুন ১৫, ২০২৩ ৬:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

লুসি লারকম বলেছিলেন, “যে একটি গাছ লাগালো । সে একটি আশা তৈরি করলো।” এই আশা জাতি হিসাবে অস্তিত্বের, রাষ্ট্র হিসেবে সমৃদ্ধির, মানুষ হিসেবে বেঁচে থাকার আস্থার কেন্দ্রবিন্দু। ফলশ্রুতিতে, আশাবাদী সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) কর্তৃপক্ষ-ও। ১৪ই জুন, (বুধবার) সকাল এগারো ঘটিকায় নিটারের সেগুন বাগানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন নিটার কর্তৃপক্ষ।

বৃক্ষ মানুষের পরম বন্ধু। বৃক্ষ ছায়া তপ্ত গরমে মানুষকে ঠান্ডা থাকার অনুভূতির উদ্রেক জন্মাবে। বর্তমানের তীব্র তাপদাহকে মাথায় রেখে ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের সকলের উচিত বেশি বেশি করে গাছ লাগানো। এরই ধারাবাহিকতায় নিটার কতৃপক্ষের এই মহা আয়োজন। সবুজে ঘেরা নিটারের ছোট ক্যাম্পাসকে আরো শুশীতল করার লক্ষ্যে নতুন অর্থবছরের শুরুতে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে নিটার কতৃপক্ষ।

উক্ত সময়োপযোগী কর্মসূচিটি বাস্তবায়িত হয় নিটারের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ জোনায়েবুর রশিদ, ইইই ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট প্রফেসর এন্ড হেড জনাব মো: মামুনুর রশীদ,
সদ্য নিয়োগপ্রাপ্ত ইইই ডিপার্টমেন্টর প্রফেসর জনাব ড. মো: শাহরিয়ার সবুক্তগিন, সিএসই ডিপার্টমেন্টের লেকচারার জনাব ড. সঞ্জয় কুমার বিশ্বাস, ইইই ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট প্রফেসর জনাব মো. আশিকুর রহমান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লেকচারার জনাব মো. ফুয়াদ আহমেদ সহ আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের চাক্ষুষ সহযোগিতায়। নিটারের বেশ কিছু কর্মচারীও উপস্থিত ছিলেন। সকলের সহযোগিতায় বৃক্ষ রোপণ কর্মসূচির সমাপ্তি ঘটে।

প্রতি বছরের ধারাবাহিকতায় ১৩.০৬ একরের ছোট মনোরম ক্যাম্পাসটিকে আরো অক্সিজেন সমৃদ্ধ, সুস্থ, স্নিগ্ধ করার ছোটো এই প্রয়াস বহাল থাকবে। নিটারের সময়োপযোগী এই উদ্যোগের ইতিবাচকতা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়বে, এটাই প্রত্যাশা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।