ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাসে চুরির ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। সর্বশেষ গত বুধবার ৪ ডিসেম্বর স্বভাবত সাপ্তাহিক বন্ধের ছুটিতে যায় নিটার। পরবর্তীতে শনিবার তথা ৭ ডিসেম্বর নিটার এডমিন ভবন-২ এর ১৩০ নম্বর কক্ষের জানালা ভেঙে একটি প্রজেক্টর চুরি ঘটনা নজরে আসে কতৃপক্ষের।
এই ঘটনা নিটারে চুরির ধারাবাহিকতার অংশ। এর আগেও ক্যাম্পাস থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়েছে, যার মধ্যে রয়েছে আরও দুটি প্রজেক্টর, একটি সিসিটিভি ক্যামেরা, এডমিন ভবন থেকে রাউটার এবং মসজিদের ছাদ থেকে বৈদ্যুতিক তার। সর্বমোট পাঁচটি চুরির ঘটনা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।
চুরির এই ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে ক্যাম্পাসের নিরাপত্তা প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হলে তাদের মধ্য থেকে উদাসীনতার ছাপ স্পষ্ট হয়েছে।
চুরির ঘটনাগুলো শিক্ষার্থী এবং কর্মচারীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তারা মনে করছেন, বারবার চুরির ঘটনা ঘটলেও প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি এবং কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
নিটার ক্যাম্পাসে চুরির লাগাম টানতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণ, অধিক সংখ্যক সিসিটিভি ক্যামেরা স্থাপন, এবং নিরাপত্তা কর্মীদের দায়বদ্ধতার উপর জোর দিয়েছেন।
নিটার প্রশাসন এই বিষয়ে কী উদ্যোগ নেয়, সেটিই এখন দেখার বিষয়। চুরির ঘটনা থামাতে যদি কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে শিক্ষার্থীদের আস্থা হারাবে ক্যাম্পাস কর্তৃপক্ষ।