amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৫ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নিটারে নতুন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ক্যাম্পাস প্রতিনিধি:
জুন ৫, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ব্যক্তিজীবনে স্বীয় সত্তা যখন গভীরভাবে চিন্তা করতে শেখে তখনি শিক্ষা পরিপূর্ণতা পায়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা থাকে নিত্য ভিন্ন পাথেয় বের করা, যার দরুণ প্রতিটি শিক্ষার্থী স্বীয়শক্তিতে উজ্জীবিত হতে পারে। ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন নয়ারহাটে প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে উঠা “ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) – ও তার ব্যতিক্রম নয়। এরই পরিপ্রেক্ষিতে নিটারে এডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে যুক্ত হয়েছেন ড. মো: আখতারুজ্জামান।

তিনি সুদীর্ঘ চব্বিশ বছরের অভিজ্ঞতায় চির-উর্বর। প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে কথিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রকৌশল তিনি বি.এস.সি এবং এম.এস.সি সম্পন্ন করেন। জাপানের ওকাজাকি শহরে অবস্থিত ইন্সটিটিউট অফ মলিকিউলার সাইন্স (আইএমএস) এর ডিপার্টমেন্ট অফ স্ট্রাকচারাল এন্ড মলিকিউলার সাইন্স, স্কুল অফ ম্যাথমেটিক্যাল এন্ড ফিজিক্যাল সাইন্স, দ্য গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি ফর এডভান্সড স্টাডিজ থেকে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে তিনি সোলার এনার্জি রিসার্চ ইন্সটিটিউট, দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া তে ফুল-টাইম প্রফেসর হিসেবে নিযুক্ত আছেন। এছাড়াও তিনি জাপানের গ্র্যাজুয়েট স্কুল অফ পিউর এন্ড এপ্লাইড সাইন্স, ইউনিভার্সিটি অফ সুকুবা তে ভিজিটিং লেকচারার হিসেবে দায়িত্বরত আছেন। এই শেষ নয়। তিনি জাপানের গ্র্যাজুয়েট স্কুল অফ ইঞ্জিনিয়ারিং সাইন্স, আকিতা ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ম্যাটেরিয়ালস সাইন্সের ভিজিটিং রিসার্চ স্কলার হিসেবে শিক্ষার্থীদের সাথে অনন্য সমন্বয় ঘটিয়ে চলেছেন।

তাঁর ঝুলিতে আরো আছে ১৯১টি রিসার্চ পেপার প্রকাশনার মতো ব্যাপৃত খবর। এছাড়াও তিনি একটি বইয়ের ইডিটর ছিলেন। তিনি বর্তমানে সোলার সেলস নিয়ে বিশেষ গবেষণা করছেন।

প্রতিনিয়ত শেখানো এবং শেখা যার রন্ধ্রে রন্ধ্রে, তাঁর উদ্দেশ্য ই থাকে জীবনমুখী দর্শন সম্পর্কে জগতকে অবগত করা, বর্তমান জগতের সাথে নিজেকে নিত্য হালনাগাদ করা। তিনি একজন ভিন্নধর্মী শিক্ষাদাতা, হাজারো শিক্ষার্থীকে তিনি ভিন্নধর্মী শিক্ষায় অনুপ্রাণিত করে চলেছেন। তিনি নিত্যনতুন বিষয় একইসাথে জানাতে এবং জানতে আগ্রহী।

নিটার কর্তৃপক্ষের সোশ্যাল মিডিয়ার অভ্যর্থনা পোস্ট, শিক্ষার্থীদেরও উচ্ছ্বাসের কমতি নেই।
উচ্ছ্বসিত শিক্ষার্থীদের মধ্যে একজন বলেন,
“বাইরের দেশগুলোর কালচার, শিক্ষাব্যবস্থা, গবেষণা ব্যবস্থাসহ নানান বিষয়ে আমরা স্যারের কাছ থেকে অনুপ্রাণিত হচ্ছি। তিনি আমাদের ঘাটতি, আমাদের ভুলসহ ইত্যাদি বিষয়ে সতর্কতার পাশাপাশি ভিন্ন উপায়ে কিভাবে তা চিন্তা করা যায় এতে দক্ষ করে তুলছেন। আমরা সবসময় উনার কাছে কৃতজ্ঞ। তিনি আমাদের সাথে আরো দীর্ঘ সময় ধরে থাকুক, এটাই প্রত্যাশা।”

উল্লেখ্য, নিটারে এখন পাঁচটি ভিন্ন ভিন্ন বিভাগে স্নাতক ও দুইটি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।