amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৩ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নিটারে নতুন অধ্যাপক ড. শাহরিয়ার সবুক্তগিন

রুবায়েত রশীদ:::
জুন ৩, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় সাভারের নয়ারহাটে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ – নিটারে আজ ৩ জুন স্বাগত জানিয়েছে ‘ড. মো: শাহরিয়ার সবুক্তাগিন কে। তিনি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছেন।

সুদীর্ঘ তেরো বছরের ও বেশি সময় ধরে তিনি আন্ডারগ্র্যাজুয়েটদের শিক্ষায় উদ্বুদ্ধ করে আসছেন। তিনি বুয়েট থেকে ইইই (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং) ডিপার্টমেন্টে বিএসসি সম্পন্ন করেন এবং ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একই বিষয়ে তাঁর পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
তিনি বেশকিছু জার্নাল পাবলিকেশনের সাথে যুক্ত ছিলেন। তিনি ফুল টাইম টিচিংয়ে ছিলেন দীর্ঘ আট বছর এবং ফুল টাইম রিসার্চে কাটিয়েছেন দীর্ঘ ছয় বছর সময়। তিনি ২০১০-২০১২ সময়কালে দুই বছর সময় যাবৎ AIUB তে স্নাতক সন্মান কোর্সগুলো পড়াতেন এবং বিভিন্ন স্টুডেন্ট প্রজেক্টের সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইভাবে তিনি উত্তরা ইউনিভার্সিটি, ঢাকা তে দীর্ঘ ছয় বছর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৩-২০১৪ সময়ে মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ মালায়া তে ভিজিটিং রিসার্চ ফেলো এবং স্নাতকোত্তর ও পিএইচডি’র শিক্ষার্থীদের সুপারভাইজার হিসেবে যুক্ত ছিলেন। ২০১৬-২০২০ সময়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ অ্যালাস্কায় ” সিগনাল ইনটেগ্রিটি ইস্যু’জ ইন ইলেকট্রনিক প্যাকেজিং এন্ড ন্যানোমেট্রোলোজি” ফিল্ডে পোস্টডক্টরাল ফেলো হিসেবে ডক্টরাল ডিগ্রি সম্পন্ন করেন। উনার রিসার্চ ফিল্ডগুলো: সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস এবং ডিভাইস ফিজিক্স।

নিটারের প্রতিটি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এমনকি নিটার কর্তৃপক্ষ খুবই উচ্ছাসার সঙ্গে, ‘ড. মো: শাহরিয়ার সবুক্তাগিন’ কে সাদরে গ্রহণ করছেন। এ নিয়ে নিটার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে তাঁকে স্বাগতম জানিয়ে পোস্ট শেয়ার করা হয় গত বুধবার।

উল্লেখ্য নিটারে এখন পাঁচটি ভিন্ন ভিন্ন বিভাগে স্নাতক ও দুইটি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।