amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৯ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নিটারে পুনরায় ভর্তি শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং সেশন “চলুন আবার শুরু করি!” অনুষ্ঠিত

নিটার প্রতিনিধি মো. রুবায়েত রশীদ
মে ২৯, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) তার সকল শিক্ষার্থীর কল্যাণে সর্বদা সচেষ্ট, চূড়ান্ত সিজিপিএ ধারী থেকে পুনরায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের পর্যন্ত। এই ধারাবাহিকতায়, গত ২৯ মে নীটারে “চলুন আবার শুরু করি!” শীর্ষক একটি কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত হয়। সেশনে ২৯ জন পুনরায় ভর্তি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সেশনের মূল বক্তা ছিলেন মো. জিয়নুর কবির, যিনি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং জাতীয় মানসিক স্বাস্থ্য পরামর্শক- ইউএন। তিনি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং পুনরায় শুরু করার চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তাদের মানসিক শক্তি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, নীটার তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে বিভিন্ন সময় এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে, যা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে পুনরায় উজ্জীবিত হতে সহায়তা করে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।