“কম্পারিজন অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ মেথডস ফর সেলুলোজ ক্রিস্টালিনিটি ডিটারমিনেশন” এর উপর ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইন্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আশিকুর রহমানের গবেষণাপত্র রয়েল সোসাইটি অব কেমিস্ট্রির কেমিক্যাল সোসাইটি রিভিউ জার্নালে (ইমপ্যাক্ট ফ্যাক্টর ৪৬.২) প্রকাশিত হয়েছে।
“Comparison and assessment of methods for cellulose crystallinity determination” শিরোনামে গত ১৭ আগষ্ট প্রকাশিত উক্ত গবেষণাপত্রটির নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার সমাহার সালেম।
কো-অথর হিসাবে মোঃ আশিকুর রহমানের পাশাপাশি ছিলেন ব্রিস্টল ইউনিভার্সিটির অধ্যাপক স্টিফেন জে এইকহর্ন, নর্থ ক্যারোলাইনা ইউনিভার্সিটির অধ্যাপক লুসিয়ান লুসিয়া, সেলুলোজ জার্নালের এডিটর-ইন-চিফ আলফ্রেড ডি ফ্রেঞ্চ সহ আরো কয়েকজন স্বনামধন্য গবেষক।
গবেষণাপত্রটিতে সেলুলোজের স্ফটিকতা অনুমান করার প্রাথমিক পদ্ধতিগুলি যথাঃ এক্স-রে ডিফ্র্যাকশন (এক্সআরডি), নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স (এনএমআর), রমন এবং ফুরিয়ার-ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটিআইআর) স্পেকট্রোস্কোপি, সাম-ফ্রিকোয়েন্সি জেনারেশন ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি (এসএফজি) , সেইসাথে ডিফারেনশিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রি (DSC), এবং সেলুলোজ বাইন্ডিং অণু (CBMs) ব্যবহার করে বিবর্তিত জৈব রাসায়নিক পদ্ধতি নিয়ে পর্যালোচনা করা হয়েছে।