আজ ১৩ জুলাই রোজ শনিবার, সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশে চলমান কোটা বিরোধী আন্দোলনে তাদের সমর্থন জানানোর জন্য এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিটারের মূল ফটক প্রাঙ্গণে এবং ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে প্রায় দেড়শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তারা কোনো ধরনের মহাসড়ক অবরোধ বা জানমালের ক্ষতি না করে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাতে এই অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা দাবি করেন, সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং কোটা ব্যবস্থা সংস্কার করতে হবে।
নিটার শিক্ষার্থীরা বলেন, “আমরা দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে মেধাবীদের মূল্যায়ন চাই। কোটা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে আমরা আমাদের দেশের সঠিক উন্নয়ন দেখতে চাই।”
এ কর্মসূচির মাধ্যমে নিটার শিক্ষার্থীরা দেশের অন্যান্য শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং তাদের দাবির পক্ষে সমর্থন জানিয়েছেন।
শিক্ষার্থীদের কাছে আন্দোলন সম্পর্কে জানতে চাইলে তারা জানাই একজন শিক্ষার্থী হিসেবে কখনোই তাদের লক্ষ্য এটা নয় যে জনজীবনের দূর্ভগ সৃষ্টি, বরং সমঅধিকার ও সুস্থ মেধাভিত্তিক প্রতিযোগিতা ও মেধার মূল্যায়ন।