amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নিটার ৮ম ব্যাচের শিক্ষার্থীদের সার্টিফিকেট জটিলতার অবসান

ক্যাম্পাস প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এর ৮ম ব্যাচের ফ্যাশন ডিজাইন বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা দীর্ঘ প্রতীক্ষার পর তাদের সার্টিফিকেট জটিলতার সমাধান পেতে যাচ্ছেন।

২০১৭-১৮ সেশনে ফ্যাশন ডিজাইন নামে পৃথক একটি বিভাগ চালু করা হয় নিটারে। তবে, পরবর্তী সেশনে (২০১৮-১৯) এই বিভাগের নাম পরিবর্তন করে ফ্যাশন ডিজাইন অ্যান্ড এপেরাল ইঞ্জিনিয়ারিং রাখা হয়। পরিবর্তনের ফলে ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদেরও নতুন নামেই অন্তর্ভুক্ত করা হয়।

তবে, ২০২২ সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন হওয়ার পর তাদের সার্টিফিকেটে শুধুমাত্র “ফ্যাশন ডিজাইন” উল্লেখ করা হয়। ফলে চাকরির ক্ষেত্রে ও উচ্চশিক্ষার জন্য এপ্লিকেশন করতে গিয়ে এই শিক্ষার্থীরা নানান সমস্যায় পড়েন।

দীর্ঘ আলোচনা ও দাবি-দাওয়া উত্থাপনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিন্ডিকেট মিটিংয়ে এই সমস্যার সমাধান করা হয়েছে। ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের নতুন সার্টিফিকেটে বিভাগটির নাম ফ্যাশন ডিজাইন অ্যান্ড এপেরাল ইঞ্জিনিয়ারিং হিসেবে উল্লেখ থাকবে। দ্রুততম সময়ের মধ্যেই সংশোধিত সার্টিফিকেট সরবরাহ করা হবে।

নিটার ৮ম ব্যাচের শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে এ সিদ্ধান্ত তাদের জন্য সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

এ বিষয়ে নিটারের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঢাবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এবং জানিয়েছেন, শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত উন্নয়নে ভবিষ্যতেও তারা সচেষ্ট থাকবেন।

নিটার প্রতিনিধি
মো. রুবায়েত রশীদ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।