amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৩০ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নির্যাতিত মুসলিমরা আনন্দে ঈদ করতে পারলে আমাদের ঈদ পূর্ণতা পাবে- সাইফুদ্দীন মাইজভান্ডারি

মতামত:
মার্চ ৩০, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম।
এবার আমরা এমন একটি সময়ে পবিত্র ঈদ পালন করতে যাচ্ছি, যখন ফিলিস্তিনে আমাদের ভাই-বোনেরা, ফুলের মতো নিষ্পাপ, নিরীহ শিশুদের রক্তস্রোত বয়ে চলেছে। সিরিয়া, ইয়েমেন, রাখাইন, চীন, ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমরা নির্যাতিত-শোষিত। আমাদের একটি অঙ্গ বিকল হলে, আঘাত পেলে যেমন আমাদের সমস্ত শরীরে ব্যথা ছড়িয়ে পড়ে, তেমনি মুসলমানদের এ সীমাহীন কষ্ট আমাদেরকে অশ্রুসিক্ত করে। মহান আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উম্মাহ্ যেন এক হতে পারে এবং সকলে মিলে আমরা ঈদের খুশি উদযাপন করতে পারি। এবারের ঈদে আপনারা অসহায় প্রতিবেশী বা আত্নীয় স্বজনের খোঁজ খবর নেবেন। কারো সাথে বিরোধ থাকলে এ মহতী দিবসকে উপলক্ষ্য করে, চেষ্টা করবেন ভুলে গিয়ে ভাতৃত্বের বন্ধন দৃঢ় করতে। যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদের কবর জিয়ারত করবেন, দোয়া করবেন। সমাজে আন্তরিকতা ও বিনয়ের প্রচার প্রসার খুবই গুরুত্বপূর্ণ। যাতে আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে পারি। প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উসিলায়, মহান আল্লাহ্ পবিত্র রমজান মাসে আমাদের ইবাদাতগুলোকে কবুল করুন। আমাদের সকলকে তার বিশ্বাসী আনুগত্যকারী হিসেবে গ্রহণ করুন। আমিন। সকলকে ঈদ মুবারক।”

– ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।