amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৯ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নিলয়ের পরিচালনায় ‘তোমারই পাড়ায়’

বিনোদন ডেস্ক
মে ২৯, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

এ প্রজন্মের অভিনেতা ও অভিনেত্রী হান্নান শাহ্ – এস কে তৃষ্ণা । নিয়মিত মিউজিক ভিডিওতে কাজ করছেন। সম্প্রতি তারা মডেল হয়েছেন ‘তোমারই পাড়ায়’ শিরোনামের গানে। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন রবিন ইসলাম। গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার কণ্ঠশিল্পী আকাশ সেন। গানটিন কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু। ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা কে এ নিলয়।

গানটি প্রসঙ্গে মডেল হান্নান শাহ বলেন, গানটির দৃশ্যায়ন হয়েছে চমৎকার লোকেশনে । গানটি যেমন সুন্দর তেমনি এর দৃশ্যায়নে আমাকে দেখা যাবে ভিন্ন লুকে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।

মডেল ও অভিনেত্রী এস কে তৃষ্ণা বলেন, নির্মাতা নিলয় ভাই ও মডেল হান্নান শাহর সাথে প্রথম কাজ। দুজনের কাজের রসায়নটা দারুণ ছিলো।আশা করছি দর্শক ভিডিওটি ভালো ভাবে নিবে।

নির্মাতা নিলয় বলেন, অনেক যত্ন সহকারে গানটি করা হয়েছে। আমরা চেষ্টা করেছি ভালোভাবে কাজ করার। আশা করছি, গান-ভিডিও সবার ভালো লাগবে।

নির্মাতা জানান, বৃহস্পতিবার ( ১ লা জুন ) এইচ এস মাল্টিমাডিয়া ইউটিউব চ্যানেলে ‘তোমারই পাড়ায়’ গানটি মুক্তি পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।