amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১২ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবি শিক্ষার্থীর তৈরি অ্যাপ, তথ্য দিলেই মিলবে বিস্তারিত

নোবিপ্রবি প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের শিক্ষার্থী জাহিদুল জাহিন তৈরি করেছেন ‘Note Maker AI’ নামের একটি মোবাইল অ্যাপ। তিনি নোবিপ্রবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। Jrcreativestudio নামের ডেভেলপার কোম্পানি থেকে তিনি এই অ্যাপটি প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৭ আগস্ট ২০২৩) জাহিনের তৈরি এই অ্যাপস গুগল প্লে স্টোরে প্রকাশ পায়। তার তৈরি অ্যাপ্সটির আকার ১১ মেগাবাইট। শিক্ষা ক্যাটাগরির অন্তর্ভুক্ত এই অ্যাপ ইংরেজি ভাষায় ব্যবহার করা যাবে। শিক্ষার্থীরা চাইলেই প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবে।

অ্যাপ্সটির কাজ সম্পর্কে জানতে চাইলে জাহিদুল জাহিন বলেন, ‘এই অ্যাপ্সটি মুলত আমাদের মতো ভার্সিটির এবং অন্যান্য স্টুডেন্টদের টার্গেট করে বানানো, যা দিয়ে শিক্ষার্থীরা কয়েকটি ক্লিকেই তাদের রিকুয়েরমেন্ট অনুযায়ী যেকোনো টপিকের উপরে ভালো একটি নোট পেয়ে যাবে। এই অ্যাপ্সটির ব্যবহার ও খুব সহজ। তিনি আরো বলেন, এই অ্যাপ্সে হালের বিখ্যাত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ইন্টিগ্রেশন করা হয়েছে, যা গুগল সহ বিভিন্ন বিখ্যাত সার্চ ইঞ্জিনে অ্যাভেলেইবল তথ্য থেকে শিক্ষার্থীদের রিকোয়েরমেন্ট অনুযায়ী তথ্য খুঁজে নোট রেডি করে দেবে। এই অ্যাপ্সের বিশেষ ফিচার হলো এটি ইউজারের ইমেইল ছাড়া কোনো তথ্য স্টোর করবে না এবং তা অন্য কোথাও শেয়ার করবে না। এছাড়াও এটির আরেকটি বিশেষত্ব হচ্ছে, ‘একবার নোট পাবার পরে চাইলে কোনো কিছু অ্যাড বা মডিফাইয়ের জন্য শিক্ষার্থীরা চ্যাটের মাধ্যমে মেসেজ সেন্ড করতে পারবে এবং সে অনুযায়ী মডিফাইড নোট পেয়ে যাবে।’ অ্যাপ্সটি বর্তমানে সম্পূর্ন ফ্রী।

ভবিষ্যতে কি করতে চান এই প্রশ্নের জবাবে আইনের ছাত্র জাহিদুল জাহিন বলেন, ‘আগামীতে আরোও কিছু অ্যাপ্স আসবে, যার মধ্যে একটি হচ্ছে কেইস মাস্টার এআই, যা দিয়ে আইন ব্যাকগ্রাউন্ড এর সবাই যেকোনো কেস স্টাডিজ বা মামলার রেফারেন্স এআই দিয়ে খুব সহজে পেয়ে যাবেন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।