amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিই বিভাগের নবীন বরণ

ক্যাম্পাস প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ( আইসিই) বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ( ২৩ ফেব্রুয়ারী) বিভাগটির শ্রেণী কক্ষে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও আইসিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো.আশিকুর রহমান খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম সহ আইসিই বিভাগের শিক্ষকরা ও নবীন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে বিভাগের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা কার্ড দিয়ে বরণ করে নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি নবীন শিক্ষার্থীদের জীবনের সকল ক্ষেত্রে নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখার পরমার্শ দেন এবং শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে যথাযথ সমম্বয় রেখে বর্তমান বিশ্বের চাহিদা এবং কর্মক্ষেত্র উপযোগী দক্ষতা-জ্ঞান অর্জনে গুরত্বারোপ করেন।

বিভাগের চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মো. আশিকুর রহমান খান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের একাডেমিক পড়াশুনার পাশাপাশি কর্মক্ষেত্রে উপযোগী দক্ষতা অর্জন করে যোগ্য গ্র্যাজুয়েট হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।