amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পদযাত্রার নামে বিএনপি-জামাতের সন্ত্রাস বরদাস্ত করা হবেনা – রাশেদুল আলম

এম ওসমান গনি
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

পদযাত্রার নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আয়োজনে সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উত্তর জেলা যুবলীগের সভাপতি ও হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম রাশেদুল আলম। এসময় তিনি বলেন, পদযাত্রার নামে বিএনপি-জামাতের সন্ত্রাস বরদাস্ত করা হবেনা। অপরাজনীতির নামে দেশে বিশৃংখলা সৃষ্টি করে জনগণের জানমালের ক্ষতি করতে চাইলে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা দাঁতভাঙা জবাব দেবে। তিনি বলেন, কেবল উপজেলা নয় প্রতিটা পাড়ায় মহল্লায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে যুবলীগের নেতাকর্মীরা জনগণের জানমাল তথা বিশৃংখলাকারীদের প্রতিহত করবে। রোববার বিকেলে হাটহাজারী বাসস্ট্যন্ড চত্বরে।

সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনির সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এম. এ খালেদ চৌধুরী, ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ সাহেদ সরোয়ার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উত্তর জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক সৈয়দ মনজুর আলম, ১নং দক্ষিণ পাহাড়তলীর সাবেক কাউন্সিলর তৌফিক আহম্মেদ চৌধুরী, আবু মোঃ ফোরকান, সাহেদুল হক খোকন, মনির হোসেন, ইঞ্জিনিয়ার সৈয়দ মুহিবুল হক মুহিব, আইয়ুব খান লিটন, শাহ আলম প্রমূখ।

এ ছাড়া সেলিম উদ্দীন, সফিউল আলম মানিক, মনছুর আলম, বাল্লা, সুলতান, মাসুদ, মো. হানিফ, আজম, ওমর, এইচ এম হাসেম, সালাউদ্দিন, আলতাফ, আলম, মহিম, সাকেরিয়া চৌধুরী সাগর, এম এ রাসেলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে প্রধান অতিথির নেতৃত্বে বিক্ষোভ মিছিল বাসস্ট্যন্ড হয়ে হাটহাজারী-নাজিরহাট সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।