মুন্সীগঞ্জ, লৌহজংয়ে পদ্মা সেতু এলাকায় নদীতে গোসলে করতে নেমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একছাত্রের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে। ১২:২০ মিনিটের সময় লৌহজং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সংবাদ পান যে পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের কাছে ২ জন ব্যাক্তি গোছল করতে নেমে নিখোঁজ হয়েছে।
সঙ্গে সঙ্গে, লৌহজং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন, এবং ফায়ার সার্ভিস ও ঢাকা সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডুবুরি ইউনিট অফিসার মো. শহিদুল ইসলাম এর নেতৃত্বে উদ্ধার কারী ইউনিট উদ্ধার কার্যক্রমের জন্য ঘটনা স্থলে উপস্থিত হন। বিকেল ৪ টার সময় নিহতের মরদেহ নদী থেকে উদ্ধার করে ঢাকার ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর নাম সব্যসাচী সোম দাশ(২৯)। সে ঢাকার তেজগাঁওয়ের তেজকুনি পাড়ার সরোজ কুমার দাশের ছেলে। নিখোঁজ শিক্ষার্থীর নাম নুরুল হক নাফিউ (২৫)। সে ঢাকার নতুন বাজার এলাকার শরিফুল হকের ছেলে। তারা দুই জনই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, ২ জুন, শুক্রবার, বেলা সাড়ে ১১ টার সময় পদ্মাসেতুর ১৬ নম্বর খুঁটির কাছাকাছি ট্রলারে করে পদ্মা নদীতে ঘুরতে যায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী ও তাঁদের গাড়িচালক। ট্রলার চালকসহ ওই চারজন এ সময় পদ্মায় গোসল করতে নামে। সে সময় প্রচণ্ড স্রোতে পানিতে ডুবে দুজন নিখোঁজ হয়। শুক্রবার বিকেল চারটার দিকে এদের মধ্য থেকে একজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সংবাদ পরিবেশন সময়কাল পর্যন্ত অন্যজন নিখোঁজ ছিল।