আজ ১৮ সেপ্টেম্বর সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ এর প্লেগ্রাউন্ডে টিম সকার ইউনাইটেড ও জেন প্রেডেটরস এর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়ে গেলো নিটার প্লে গ্রাউন্ডের অন্যতম বড় ট্যুরনামেন্ট নিটার প্রিমিয়ার লিগ ফুটবল ২০২৩ এর।
এবার ১২ দলের অংশ গ্রহণে হচ্ছে এনপিএল এর জমজমাট এ আসর। দল গুলো হলো এফসি নলা, এফসি কালা, স্পিটফায়ার্স, এফসি ফ্রাইটস, জেন প্রেডিয়েটরস, টেক্সকর্পিয়নস, এফসি মেকানিক্স, দ্যা পাওয়ার শুটার্স, এল অবসিডিয়ানস, রুথলেস রাইডারস, এফসি ভেনকুইজার্স, সকার ইউনাইটেড। দলগুলো ৪ গ্রুপে ভাগ হয়ে প্রথমে গ্রুপ পর্বের খেলা খেলবে পরে প্রতি গ্রুপ থেকে ২ দল যাবে কোয়াটার ফাইনালে। ৮ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
উল্যেক্ষ এবারের আসরে সর্বোচ্চ ৪৮০ মিলিয়নে নিটারের ৯ম ব্যাচের মিজান কে দলে ভিরিয়েছে রুথলেস রাইডারস। করোনার কারনে মাঝে এক মৌসুম এনপিএল ফুটবল না হওয়ায় এবার আলাদা উন্মাদনা দেখা যাচ্ছে দল পাওয়া সকল খেলোয়াড় এর মাঝে।